ওমানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের উদ্দেশ্যে এক সতর্কতা জারি করেছে দেশটির ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি সেন্টার। সতর্কবার্তায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত ভালো পানি ব্যতীত ঘরোয়া ব্যবহারের জন্য লাইনের পানি পান এবং ব্যবহার না করতে বলা হয়েছে।
খোজ নিয়ে জানাগেছে, ঘূর্ণিঝড়ের পর অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আবার অনেকেই পেটে ব্যথায় ভুগছেন। এমতাবস্থায় পানি দূষণমুক্ত কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লাইনের পানি পান এবং ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে, সাইক্লোন শাহিনের কারণে গত দুই সপ্তাহ বন্ধের পর ফের গণহারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ওমান। বৃহস্পতিবার (১৪-অক্টোবর) মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৭ অক্টোবর থেকে পূর্বের ন্যায় ব্যাপক হারে প্রবাসীদের মাঝে ভ্যাকসিন কার্যক্রম শুরু করবে ওমান। দেশটির উত্তর আল বাতিনা প্রদেশের প্রবাসীরা আগামী রবিবার থেকে নিম্নোক্ত সেন্টার থেকে ভ্যাকসিন নিতে পারবেন।
রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা নাগাদ ভ্যাকসিন প্রদান করবে উত্তর আল বাতিনাহ স্বাস্থ্যসেবা অধিদপ্তর। যেসব কেন্দ্র থেকে প্রবাসীরা ভ্যাকসিন নিতে পারবেন তার মধ্যে রয়েছে, লিওয়ায় ওমানী মহিলা সমিতি। সোহার পুনর্বাসন কেন্দ্র। সাহাম স্পোর্টস ক্লাব এবং সুইক ওয়ালী অফিস হল।
উত্তর আল বাতিনাহ স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভ্যাকসিন গ্রহণের পূর্বে তারাসুদ প্লাস অ্যাপসে নিবন্ধ বাধ্যতামূলক। সেইসাথে প্রবাসীদের রেসিডেন্স (পতাকা) কার্ডের ফটোকপি করে নিজের মোবাইল নাম্বার যুক্ত করে দিতে হবে। অ্যাপয়েন্টমেন্টবিহীন ভ্যাকসিন দেওয়া হবেনা বলেও জানিয়ে দিয়েছেন মহাপরিচালক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post