ওমান এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ১৯ অক্টোবর। এ উপলক্ষে ওমানে ১৯ অক্টোবর একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সাপ্তাহিক ছুটিসহ মোট তিন দিন সরকারি ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার। আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি ছুটি ঘোষণা করেছে। সে হিসেবে আগামী ২১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৩ অক্টোবর (রোববার) পর্যন্ত তিন দিন ছুটি থাকবে।
দিনটি উপলক্ষে আগামী সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো ওমান সহ মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। অনেকে রোজাও রাখবেন।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি সংগঠনগুলো সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post