করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। সোমবার (১১-অক্টোবর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩১ জন।
বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। করোনা রোগিমুক্ত হচ্ছে দেশটির অধিকাংশ হাঁসপাতাল। নতুন ভর্তি রোগীর সংখ্যাও কমেছে অনেক। আর মাত্র দেড় শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে দেশটির করোনা।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজও নতুন কোনো মৃতের রেকর্ড হয়নি দেশটিতে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩ জন। বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ২১ জন।
বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৩০৯ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১০২ জন।
এদিকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৮০ শতাংশের বেশি নাগরিককে করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
করোনা মহামারি প্রতিরোধে গতকাল ১০ অক্টোবর পর্যন্ত দেশটির প্রায় ৮০ শতাংশ নাগরিকদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া নাগরিকের সংখ্যা প্রায় ২৯ লাখ ৫৯ হাজার ৫৮৬ জন এবং দুই ডোজ সম্পূর্ণ করা নাগরিকের সংখ্যা প্রায় ২২ লাখ ৯৪ হাজার ৮৮০ জন। করোনা সংক্রমণের মাত্রা শূন্যের কোটায় নিয়ে আসতে অবিরাম কাজ করে যাচ্ছে দেশটির স্বাস্থ্যবিভাগ।
এদিকে বাংলাদেশে আজ মৃতের সংখ্যা কমলেও বেড়েছে নতুন শনাক্ত। সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছে ৫৯৯ জন। সেইসাথে এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৪ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post