অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে ওমানে একাধিক নারী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ (১১-অক্টোবর) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, আটককৃতরা মাস্কাটের বিভিন্ন অঞ্চলে অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মাস্কাট প্রদেশের পুলিশ কমান্ড। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ, তবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আরওপি।
এদিকে, আকামা (বৈধ কাজের অনুমোদন) বিধি লঙ্ঘনের অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিসের বরাত দিয়ে সৌদি গেজেটের এক সংবাদে বলা হয়, গ্রেফতারকৃতরা সৌদি নাগরিকদের না জানিয়েই তাদের নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে সিম সংগ্রহ করেন। গ্রেফতারকৃত বাংলাদেশিরা অবৈধ সিম কার্ড বাণিজ্যে জড়িত বলে জানিয়েছে রিয়াদের পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছথেকে ১৪৬১টি সিম কার্ড জব্দ করে পুলিশ। এছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও নগদ টাকা জব্দ করা হয়। সিমগুলো রিয়াদ সিটি থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ পুলিশের মুখপাত্র। গ্রেফতারদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। আটককৃত বাংলাদেশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে পাবলিক প্রসিকিউটরের কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post