গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে ওমানে ৫ বাংলাদেশি প্রবাসীর প্রাণহানি ঘটেছে। গত রোববার আরব বিশ্বের এই দেশটিতে স্বরনকালের ভয়াবহ ঘূর্ণিঝড় শাহিন তাণ্ডব চালায়। আজ দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমান বলছে, ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে এখন পর্যন্ত মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে।
ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ওমানে নিহত তিন বাংলাদেশি হলেন শামসুল ইসলাম (৫৫), আমজাদ হোসেন রিদয় (২৮), জিলাল হোসেন (৪৫)। নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা। ওই তিন বাংলাদেশির মরদেহ গত মঙ্গলবার এবং বুধবার ওমানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার করেছে।
নিহত আমজাদ হোসেন ওমানের রাজধানী মাস্কটের উপকূলীয় সাহাম শহরের একটি খেজুর বাগানে কর্মরত ছিলেন। রোববার ঘূর্ণিঝড় শাহিনের আঘাতের পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঝড়ের প্রভাবে ওই এলাকায় সৃষ্ট ভূমিধ্বসের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে বুধবার ওমানের স্থানীয় কর্তৃপক্ষ তার মরদেহ উদ্ধার করে।
এছাড়া নিহত অপর দুই বাংলাদেশিও ঘূর্ণিঝড়ের আঘাতের পর থেকে নিখোঁজ ছিলেন। গত ৩ দিন যাবত প্রবাস টাইমের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে তাদের ছবি প্রকাশ করে নিখোঁজ থাকার তথ্য জানানো হয়। পরে ওমানের উদ্ধারকারী দলের সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
এদিকে আজ বৃহস্পতিবার ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ২ জন প্রবাসীর মৃতের সংবাদ দেওয়া হয়। তবে দূতাবাস বলছে ওমানে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশী প্রবাসীর মৃত্যুর সংবাদ পেয়েছে তারা। যাদের মধ্যে একজন কুমিল্লার সেলিম এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মাদ খোকন। দুইজনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষথেকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির।
এদিকে ঘূর্ণিঝড় শাহীনের তান্ডবে দেশটির বিভিন্ন স্থানে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ভারী বর্ষণে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এখন পর্যন্ত ৩০০ টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। অনুসন্ধান ও উদ্ধার দল, পুলিশ, রয়্যাল এয়ার ফোর্স ও ফায়ার সার্ভিস সহ সরকারের বেশ কয়েকটি দল টানা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশটির মাস্কাট, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আল দাখিলিয়াহ, দাহীরাহ এবং উত্তর আশ শারকিয়াহতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১৯ অক্টোবর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ওমানের ধর্মমন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post