সাইক্লোন বুলেটিন-৩
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবার আঘাত হানতে যাচ্ছে ওমানে। আজ রোববার (৩-অক্টোবর) ওমানের স্থানীয় সময় বিকেল ৪টার মধ্যে যেকোনো অংশে ঘূর্ণিঝড় ‘গুলাব’ থেকে ‘শাহীনে’ পরিণত হওয়া বিরল ঘূর্ণিঝড়টি দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে। বার্তা সংস্থা রয়টার্স, দ্য হিন্দুসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।
ইতিমধ্যেই এটি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে ওমান সরকার। উদ্ধার অভিযান পরিচালনায় জরুরী টিম গঠন করা হয়েছে। ওমানের স্থানীয় নাগরিকরা বলছেন, এমন ঘূর্ণিঝড় ওমানে গত ৭০ বছরেও দেখেননি তারা।
ওমানের জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি জানিয়েছে, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তরাঞ্চলীয় প্রদেশ বারকা ও সাহাম এবং রাজধানী মাস্কাটের অংশ বিশেষসহ উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আগামীকাল সোমবার ও মঙ্গলবার দুই দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে ওমান সরকার, যাতে দেশটির লোকজন ঝড়ের জন্য আগাম প্রস্তুতি নিতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ গত ২৬ সেপ্টেম্বর ভারতের পূর্ব উপকূলে আঘাত হানে। এরপর মধ্য ভারত অতিক্রমকালে এটির শক্তি ক্ষয় হয়। যাত্রা পথে ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের তেলেঙ্গানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের কিছু অংশে ব্যাপক বৃষ্টি ঝরায়।
এরপর ক্ষয়িষ্ণু ঝড়টি আরব সাগরে গিয়ে শুক্রবার ফের ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পাকিস্তান উপকূল ঘেঁষে এটি ক্রমশ ওমান উপসাগরের দিকে অগ্রসর হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় ভারতীয় ভূখণ্ড অতিক্রম করে পশ্চিম উপকূলে পৌঁছে ফের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার এমন ঘটনা খুবই বিরল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post