করোনার প্রথম ডোজের পর এবার দ্বিতীয় ডোজও প্রবাসীদেরকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিলো ওমান। আগামীকাল ২৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে ২ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। দেশটির দক্ষিণ আল বাতিনা প্রদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (২৭-সেপ্টেম্বর) এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “বিনামূল্যে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ তারাই পাবে যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন। দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। এই সময়ের মধ্যে যেসকল প্রবাসী করোনার প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদেরকে দ্রুত দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য টিকাদান কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
যেসব কেন্দ্রে এই টিকাদান কর্মসূচী চলবে তার মধ্যে রয়েছে, প্রদেশটির রুস্তাক মেডিকেল ফিটনেস সেন্টার, বারকা মেডিকেল ফিটনেস সেন্টার, উইদাম স্বাস্থ্য কেন্দ্র এবং নাখাল স্বাস্থ্য কেন্দ্র। এই ৪টি কেন্দ্র থেকে প্রবাসীদের মাঝে বিনামূল্যে করোনার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। তবে প্রবাসীদের অবশ্যই দ্বিতীয় ডোজের জন্য নিকটতম পৌরসভা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, গত ২২ ও ২৩ আগস্ট যেসকল প্রবাসী করোনার প্রথম ডোজ পেয়েছে তারা বিনামূল্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ জালান বানী বু আলিতে গ্রহণ করতে পারবেন।
আগামীকাল ২৯ সেপ্টেম্বর এবং পরদিন ৩০ সেপ্টেম্বর এই দুইদিন প্রবাসীরা অত্র অঞ্চল থেকে বিনামূল্যে এই টিকা গ্রহণ করে পারবে। জালান বানি বু আলির ওমানি মহিলা সমিতির নতুন ভবনে ভোর ৬টা থেকে সকাল ১০টা নাগাদ চলবে এই টিকাদান কার্যক্রম। তবে প্রবাসীদের অবশ্যই প্রথম ডোজের সনদ সাথে করে নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন দক্ষিণ আশ শারকিয়াহ গভর্নরের স্বাস্থ্য পরিষেবা মহাপরিচালক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post