প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ফের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বাড়লেও ওমানে কমছে নতুন শনাক্তের সংখ্যা। রবিবার (২৬-সেপ্টেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ৩ দিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ জন এবং মৃতের সংখ্যা ২ জন।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা ১৩৫৯ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান ৯৭.৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২ জন।
বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৪১ জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৬৩৯ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৫২৭ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৫ জন।
এদিকে, দীর্ঘ আঠারো মাস করোনার সাথে যুদ্ধ করে অবশেষে গতকাল করোনা রোগীমুক্ত হয়েছে দেশটির বৃহত্তম সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র সুলতান কাবুস রয়্যাল হাঁসপাতাল। ইতিমধ্যেই ওমানের অধিকাংশ হাঁসপাতাল করোনা রোগিমুক্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ওমানের করোনা পরিস্থিতি উন্নতি হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কমিটি।
এদিকে, চার মাসের বেশি সময় পর বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে কমছে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যাও। শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৯৩ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। গত ১৭ মে ৬৯৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post