ওমানে মুদ্রা জালিয়াতির অভিযোগে একদল প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বৃহস্পতিবার (২৩-সেপ্টেম্বর) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “রয়্যাল ওমান পুলিশের তদন্ত মহাপরিচালকের সহযোগিতায় জালিয়াতি ও জাল মুদ্রা পাচারের অভিযোগে এক দল প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে আটককৃতরা দ্রুত আর্থিক লাভবানের আশায় বিভিন্ন উপায়ে জাল মুদ্রা বাজারে চালানোর চেষ্টা করে আসছিলো। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ওমানের সোহার এলাকা থেকে নিষিদ্ধ ও লাইসেন্স-বিহীন ভেটেরিনারি কীটনাশক এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগে একটি ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় এই জরিমানা করে।
অপরদিকে ওমানের মাতরাহ থেকে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করেছে পুলিশ। জানাগেছে, মাতরাহ শহরের দুটি বাড়িতে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন স্বর্ণের ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়েল ওমান পুলিশ (আরওপি)। আটককৃতরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ উপায়ে স্বর্ণের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
অপরদিকে, ওমানে এক ব্যক্তি পাঁচ জনকে খুন করেছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এই খবরকে ভিত্তিহীন এবং গুজব বলে আখ্যায়িত করেছে রয়্যাল ওমান পুলিশ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “একজন ব্যক্তি পাঁচজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া সংবাদের কোনো সত্যতা নেই। তাই এই ধরণের মিথ্যা তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়।” একইসাথে কোনো ধরনের গুজব অথবা মিথ্যা সংবাদ প্রকাশ না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য: ওমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অথবা মিথ্যা তথ্য দিলে মোটা অংকের জরিমানা সহ কঠোর সাজার বিধান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post