প্রবাস ফেরত কর্মীদের তাদের বিদেশের দক্ষতার ভিত্তিতে দেশের মধ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে প্রবাসীর ট্যাক্সি। আপাতত যেসব প্রবাসীদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদেরকে ড্রাইভার হিসেবে চাকরি দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যেই চলতি সপ্তাহে বিদেশ ফেরত ১২ জন প্রবাসীকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে প্রবাসীর ট্যাক্সি।
প্রতিষ্ঠানটিতে সর্বশেষ নিয়োগ প্রাপ্ত হন সিঙ্গাপুর ফেরত প্রবাসী কর্মী গাইবান্ধার হাফিজুর রহমান। আজ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আল আমিন নয়ন, রায়হান কবির ও বাইজিদ আল হাসান উক্ত প্রবাসীর চাকরির বিষয়টি নিশ্চিত করেন। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে চলতি বছরে সিঙ্গাপুর থেকে গাড়ি চালকের চাকরি হারিয়ে দেশে ফিরে এমন একটি সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাফিজুর রহমান।
চাকরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুর থেকে চাকরি হারিয়ে দেশে ফিরে যখন কর্মসংস্থান নিয়ে হতাশা ভুগছিলাম, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাসীর ট্যাক্সির বিজ্ঞাপন দেখতে পেয়ে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের দেওয়া ড্রাইভার নিবন্ধন ফরম অনলাইনে পুরন করি।
অবশেষে দুই দিনের মাথায় আমাকে চাকরির বিষয়টি নিশ্চিত করে প্রবাসীর ট্যাক্সি। আসলে আমি তাদের এমন উদ্যোগ দেখে অভিভূত হয়েছি। আমি মনে করি প্রবাসীর ট্যাক্সি এটি শুধুমাত্র ৩ জনেরই প্রতিষ্ঠান ব্যাপারটি এমন নয়, আমি মনেকরি এটি আমাদের সকল প্রবাসীদের একটা স্বপ্ন পুরনের প্রতিষ্ঠান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post