প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ফের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বাড়লেও ওমানে কমছে নতুন শনাক্তের সংখ্যা। সোমবার (২০-সেপ্টেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ জন এবং মৃত রোগীর সংখ্যা শূন্যের কোঠায়।
ওমান নিউজ এজেন্সির দেওয়া প্রতিবেদন অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ১১৩ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬.৯ শতাংশে। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩ জন।
বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৫১ জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৪৫৯ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৩ জন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় অল্প পরিমাণে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে সোমবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। যা ১৮৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর সঙ্গে বেড়েছে সুস্থতার হারও।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪১৯ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post