আইপিএল খেলতে একই ফ্লাইটে সাকিব আল হাসানের সাথে মোস্তাফিজুর রহমানের দুবাই যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা হয়নি। ভিসা জটিলতায় গতকাল রাতে আরব আমিরাতের পথে সাকিবের সঙ্গী হতে পারেননি মোস্তাফিজুর রহমান।
অবশেষে আজ ভিসা হয়েছে মোস্তাফিজুর রহমানের। আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন কাটারমাস্টার। সঙ্গে তার স্ত্রীও যাবেন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
বিমানবন্দরে ক্রিকেটার ও কোচ-সংগঠকদের অভ্যর্থনা এবং বিদায় জানানোসহ আনুষ্ঠানিকতা সম্পাদনে যিনি সবসময় থাকেন, সেই ওয়াসিম খান সোমবার (১৩-সেপ্টেম্বর) সন্ধ্যার পরে গণমাধ্যমকে জানিয়েছেন এ তথ্য। ওয়াসিম বলেন, ‘গতকাল যাওয়ার কথা ছিল। টিকিটও কাটা ছিল। কিন্তু ভিসা হাতে না পাওয়ায় যেতে পারেননি মোস্তাফিজ। আজ যাচ্ছেন এবং সঙ্গে তার স্ত্রীও যাবেন।’
আইপিএলে মোস্তাফিজ এই মৌসুমে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। করোনার কারণে আসর বন্ধ হওয়ার আগে দলের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নেন বাঁহাতি এই পেসার। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post