প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে কমছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য। বিশ্বের অন্যান্ন দেশের ন্যায় করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানও।
দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। আজ রবিবার (১২-সেপ্টেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ৩ দিনে দেশটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৮১ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২৪৭ জন।
বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬.৭ শতাংশে। আর মাত্র ৩.৩ শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে করোনা। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন মৃতের সংখ্যা ৫ জন এবং গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৮ জন।
বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৬৪ জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১০৫ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৫৪ জন। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮৯ জন।
এদিকে, ওয়ার্ল্ডোমিটার্সের হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে কমছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা, শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ২৮৪ জন এবং এ রোগে মারা গেছেন ৭ হাজার ৬৩২ জন। যেখানে তার আগের দিন অর্থাৎ শুক্রবার এ রোগে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৭ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু হয়েছিল ৯ হাজার ১৫২ জনের।
অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৪৯ হাজার ২৭১ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৫২০ জন। গতদিনের মতো শনিবারও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭১৮ জনের।
শনিবার যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য যেসব দেশে করোনায় নতুন আক্রান্ত রোগী ও মৃত্যুতে উচ্চহার লক্ষ্য করা গেছেন সে দেশসমূহ হলো – ভারত (নতুন আক্রান্ত ৩১ হাজার ৩৯১ , মৃত্যু ৩৩৮), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ২৯ হাজার ৫৪৭ , মৃত্যু ১৫৬), তুরস্ক (নতুন আক্রান্ত ২২ হাজার ৯২৩ , মৃত্যু ২৫৯), ফিলিপাইন (নতুন আক্রান্ত ২৬ হাজার ৩০৩, মৃত্যু ৭৯), মালয়েশিয়া (নতুন আক্রান্ত ১৯ হাজার ৫৫০, মৃত্যু ৫৯২) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ১৮ হাজার ৮৯১, মৃত্যু ৭৯৬)।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ২৫৪ জন। এই রোগীদের মধ্যে মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৮২৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১ লাখ ৩ হাজার ৪৩০ জন।
এছাড়া, শনিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৯ হাজার ১০২ জন। আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৬১ জন। ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২২ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন মোট ৪৬ লাখ ৩৭ হাজার ৫৬২ জন।
এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২০ কোটি ১৬ লাখ ১ হাজার ৮৫৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও এই এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অবশেষে ওই বছর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post