মহামারী করোনার কারণে দীর্ঘ ৪ মাস বাংলাদেশ সহ বিশ্বের বেশকিছু দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধের পর অবশেষে আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ওমানের ফ্লাইট। তবে ঢাকা থেকে মাস্কাট রুটের ফ্লাইটের আকাশচুম্বী মূল্য নিয়ে হতাশ ওমানগামি প্রবাসীরা। খোজ নিয়ে জানাগেছে, বর্তমানে ঢাকা টু মাস্কাট বিমানের সর্বনিম্ন টিকিট বিক্রি হচ্ছে ৫৬ হাজার টাকায়। যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ।
এদিকে, গত ২৬-আগস্ট ওমান সুপ্রিম কমিটির এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ওমান প্রবেশের ক্ষেত্রে বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। যারমধ্যে প্রথম শর্ত হচ্ছে করোনার সম্পূর্ণ ডোজ নেওয়া ব্যতীত কোনো ব্যক্তি ওমান প্রবেশের অনুমতি পাবেনা। ওমান সরকার অনুমোদিত ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি, সিনোভ্যাক, মর্ডানা, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্ম এবং কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা এই আটটি ভ্যাকসিনের যেকোনো একটি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়ে কিউআর কোড সম্বলিত ভ্যাকসিন সনদ নিয়ে এরপর ওমান প্রবেশ করতে হবে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
উপরে উল্লেখিত ভ্যাকসিনের মধ্যে যেকোনো একটি ভ্যাকসিনের পূর্ণ ডোজ সম্পন্ন করার ১৪ দিন পর ওমান প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। তবে ভ্যাকসিন ২ ডোজ নেওয়া থাকলেও ওমান প্রবেশের পূর্বে করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং ওমান প্রবেশের পর পুনরায় করোনা পরিক্ষা করাতে হবে। মাস্কাট এয়ারপোর্টে করোনা পরিক্ষা করার পর যদি করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে যাত্রীকে কোয়ারেন্টাইন করতে হবেনা। আর যদি করোনা ধরা পরে, তাহলে তাকে ১০ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে এবং ট্র্যাকিং ব্রেসলেট ব্যবহার করতে হবে।
দীর্ঘদিন ফ্লাইট বন্ধের কারণে দেশে এসে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর নাগাদ কোনো ধরনের ফি ছাড়াই বৃদ্ধি করে দিয়েছে ওমান সরকার। সেইসাথে যাদের ছুটির মেয়াদ ৬ মাস অতিক্রম করেছে, তাদেরকে স্পন্সরের সাথে যোগাযোগ করে এনওসি নিয়ে পুনরায় ওমান প্রবেশ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post