মহামারী করোনার কারণে দীর্ঘদিন বাংলাদেশ সহ বিশ্বের বেশকিছু দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য দারুণ সুখবর দিয়েছে ওমান সরকার। আজ বৃহস্পতিবার (২৬-আগস্ট) সুপ্রিম কমিটির এক বৈঠকে প্রবাসীদের ভিসার মেয়াদ প্রসঙ্গে ওমান পুলিশের সহকারী মহাপরিদর্শক মেজর জেনারেল আবদুল্লাহ বিন আলী আল হারথি বলেন, চলতি বছরে যেসকল ভিসা ইস্যু হয়েছে, সেই সকল ভিসার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর নাগাদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামী ডিসেম্বর মাস নাগাদ ভিসার কোনো ফি ছাড়াই অটোম্যাটিক মেয়াদ বাড়িয়ে দিয়েছে ওমান সরকার। যা প্রবাসীদের জন্য দারুণ একটা সুখবর।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
তিনি আরো বলেন, যে সকল প্রবাসী ওমানের বাহিরে থাকার কারণে ভিসার মেয়াদ শেষ, তারা রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটে গেলে দেখতে পারবে তাদের ভিসার মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও যাদের ছুটির মেয়াদ ৬ মাস অতিক্রম করেছে, তারা স্পন্সরের সাথে যোগাযোগ করে ওমান প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।
বৈঠকে ওমানের বাহিরে থাকা প্রবাসীদের উদ্দেশ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ড. সাইফ বিন সালেম আল-আবরি বলেন, যে সকল প্রবাসী ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের একটি ডোজ ওমানের বাহির থেকে নিয়েছেন, তারা ওমান প্রবেশের পর ২য় ডোজ নিতে পারবেন। তবে যদি কেউ ওমান সরকার অনুমোদিত নয়, এমন ভ্যাকসিনের এক ডোজ নিয়ে ওমান প্রবেশ করে, তাহলে তিনি ওমান যেয়ে ২য় ডোজ নিতে পারবেন না।
আল আবরি আরো বলেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত ওমানে অবস্থানরত প্রবাসীদের ভিসা নবায়নের ক্ষেত্রে ভ্যাকসিনের একটি ডোজ বাধ্যতামূলক এবং অক্টোবর থেকে ২ ডোজ ভ্যাকসিন না নেওয়া থাকলে প্রবাসীদের ভিসা নবায়ন হবেনা। অর্থাৎ আগামী অক্টোবর থেকে প্রবাসীদের ভিসা নবায়ন করতে হলে ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া বাধ্যতামূলক। অন্যথায় ওমানের ভিসা নবায়ন করতে পারবেননা প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post