করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মাস্কাট থেকে চিটাগাং রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। গতকাল ২১ আগস্ট ইউ এস বাংলার পক্ষথেকে বলা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে মাস্কাট থেকে চিটাগাং রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
আপাতত সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। ওমানের স্থানীয় সময় রাত ২টায় উড্ডয়ন করে চিটাগাং এসে পৌঁছাবে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। এ ছাড়াও সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার মাস্কাট থেকে ঢাকার ফ্লাইটে যাত্রীরা দেশে আসতে পারবেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
এদিকে, দীর্ঘদিন পর মাস্কাট চিটাগাং রুটে ফ্লাইট চালু হওয়াতে দারুণ খুশি প্রবাসীরা। সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এই বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। তবে কখন থেকে বিমান অবতরণ-উড্ডয়ন শুরু হবে তা নির্ভর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও শাহ আমানতে এয়ার বাবল ফ্লাইট বন্ধ থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। করোনা পরীক্ষা সনদ ও টিকা নেয়ার সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম মেনেই ফ্লাইট অপারেট করতে হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই সহ বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post