আশরাফুল ইসলাম ভুঁইয়া, আমিরাত প্রতিনিধি
ফেনী শহরে মো. সোহেল নামে আমিরাত প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়েছেন স্ত্রী! বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরেরদিন শুক্রবার সকালে শহরের ছুফী ছদরউদ্দিন সড়কে সুলতানা ভবন থেকে নিহত প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পলায়নের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার স্থায়ী বাসিন্দা। সে গত একমাস আগে ছুটিতে দেশে গিয়েছিলো বলে জানাগেছে। ভবনের মালিক ও দারোয়ানের সূত্র জানায়, নিহত সোহেল ওই ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের স্ত্রী তার সন্তানদের নিয়ে চলে যায়। এসময় তিনি দারোয়ানকে তার বাবা মারাগেছে বলে জানান।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করে যাচ্ছে পুলিশের তদন্ত কর্মকর্তারা।
নিহতের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী শিউলি। সোহেলের ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নুরুন্নবী বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশসহ সিআইডির একটি দল। এ ঘটনায় স্ত্রী শিউলি আক্তারকে আটক করতে একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।
নিহত সোহেল স্ত্রী ও দুই সন্তান রিহান (৭) জান্নাত (৪) সহ সৎ মাকে নিয়ে ওই ভবনটিতে ভাড়া থাকতেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় তার স্ত্রী শিউলী জড়িত। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। শিউলীকে আটক করতে পুলিশের একাধিক দল চেষ্টা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post