ওমানে মহামারী করোনা নিয়ন্ত্রণে ব্যাপকহারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের মাঝেও এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে সমানতালে। একইসাথে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদেরকেও বাদ দিচ্ছেনা দেশটির সরকার। পূর্বে টাকা দিয়ে প্রবাসীদের ভ্যাকসিন নেওয়া লাগলেও বর্তমানে ফ্রিতে ভ্যাকসিন পাচ্ছে প্রবাসীরা।
গত এক সপ্তাহ যাবত দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে এই ফ্রি ভ্যাকসিন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় এবার ওমানের দক্ষিণ আল বাতিনা অঞ্চলে শুরু হলো প্রবাসীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম। গতকাল বুধবার (১৮ আগস্ট) থেকে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচী। নতুন এই কার্যক্রমে দক্ষিণ আল বাতিনা প্রদেশের সকল প্রবাসীরা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৮-আগস্ট) ওমান নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘এই ভ্যাকসিন কার্যক্রমে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে গৃহকর্মী, মাংস ও হাঁস-মুরগির দোকানের কর্মী, সেলুন ও বিউটি পার্লারে কর্মরত প্রবাসী শ্রমিকদের। উত্তর আল বাতিনা প্রদেশের রুস্তাক এলাকার স্পোর্টস কমপ্লেক্স সেন্টার, বারকা অঞ্চলের নুমান হল, মুসান্না অঞ্চলের মজলিস আশ শাবিয়াহ, আল আওয়াবি এলাকার অফিস হল, ওমানী মহিলা সমিতি হল এবং নাখাল অঞ্চলের নাখাল স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রবাসীদের এই টিকা প্রদান করা হবে।”
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
প্রদেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ‘‘দেশে ভাইরাসের বিস্তার রোধে প্রবাসীদের দ্রুত টিকা গ্রহণ করা জরুরী। একইসাথে দেশে করোনা মহামারি রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত জাতীয় প্রচারণার অংশ হিসেবে এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
এদিকে ওমানে করোনা প্রতিরোধে দেশের সকল নাগরিক ও প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে দেশটির আল দাখেলিয়া প্রদেশে শুরু হয়েছে বিনামূল্যে প্রবাসীদের টিকাদান কার্যক্রম।
প্রদেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “প্রবাসী শ্রমিকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে তাদের টিকা কার্যক্রম শুরু করেছে আল দাখেলিয়া প্রদেশ। শ্রমিকদের টিকাদান শুরু হওয়ায় দেশটির বিভিন্ন প্রদেশে প্রবাসীদের উপস্থিতি প্রশংসনীয়। তাই যে সকল প্রবাসী করোনা ভ্যাকসিন নিতে ইচ্ছুক তাদেরকে দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে প্রবাসীদের প্রতি ওমান সরকারের এমন উদ্যোগের ভুয়ুসি প্রশংসা করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post