বিনামূল্যে প্রবাসীদের করোনা টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছে ওমান। আজ (মঙ্গলবার) দেশটির উত্তর আশ শারকিয়াহ ও মাস্কাট প্রদেশে চলছে এই ফ্রি টিকাদান কর্মসূচী। একইসাথে দেশটির বারকা, মাসিরাহ, ইবরি সহ বেশ কিছু অঞ্চলে বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানাগেছে সূত্রে।
আজ এক বিবৃতিতে দেশটির উত্তর আশ শারকিয়াহ প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রদেশটিতে যে সকল প্রবাসী করোনা টিকা নিতে ইচ্ছুক তারা দ্রুত তারাসুদ প্লাস অ্যাপ্লিকেশন বা Covid19.moh.gov.om-এর মাধ্যমে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারবে।
এদিকে, মাস্কাট প্রদেশে প্রবাসীদের টিকা প্রদান অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। যে সকল প্রবাসী টিকা নিতে ইচ্ছুক তাদেরকে মাতরাহ অঞ্চলের সাবলাহ অথবা সোরাওয়ার্দী টিকাদান-কেন্দ্র যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, দেশটির আল বুরাইমি প্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে প্রবাসীদের বিনামূল্যে টিকাদান কার্যক্রম। অত্র অঞ্চলে আগামীতে আর বিনামূল্যে প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া হবেনা বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দেশটির বারকা সহ বেশকিছু অঞ্চলে ফ্রি ভ্যাকসিন গ্রহণ করতে যেয়ে ধাক্কাধাক্কি করেছেন প্রবাসীরা এমন অভিযোগ উঠেছে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
সিরিয়াল না মেনে কে কার আগে ভ্যাকসিন নিবে এ নিয়ে চরম বিশৃঙ্খলা হয়েছে বেশকিছু টিকাদান কেন্দ্রে। প্রবাসীদের এমন বিশৃঙ্খলা না করতে অনুরোধ জানিয়েছেন ওমানের সচেতন প্রবাসীরা। অন্যথায় দুই একজন প্রবাসীর কারণে ওমান সরকার ফ্রি ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে এমন আশংকা করছেন অনেকেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post