ওমানের বন্দর নগরী সোহার শিল্প এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো চারজনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওমানের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। অগ্নিকান্ডে মারা যাওয়া প্রবাসী একজন এশিয়ান নাগরিক হিসেবে ওমান পুলিশ উল্লেখ করলেও তিনি কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
রবিবার (১৫-আগস্ট) এক বিবৃতিতে সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, “দেশটির উত্তর আল বাতিনা প্রদেশের সোহার শিল্প এলাকার একটি কারখানায় শনিবার (১৪-আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় একজন প্রবাসীর মৃত্যু ও ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় এক ঘন্টা দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post