মহামারী করোনা নিয়ন্ত্রণে এবার সম্পূর্ণ বিনামূল্যে প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এ কার্যক্রম প্রথম পর্যায়ে দেশটির মাসিরাহ অঞ্চলে শুরু হলেও এবার পর্যায়ক্রমে দেশটির আল দাহিরা প্রদেশে শুরু হয়েছে এই ভ্যাকসিন কার্যক্রম।
রবিবার (১৫-আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, “আজ থেকে আল দাহিরা প্রদেশে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত চলবে এই ভ্যাকসিন কার্যক্রম।”
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “আল দাহিরা প্রদেশে প্রথম পর্যায়ে সেলুন অথবা পার্লারে কর্মরত শ্রমিক, গৃহকর্মী ও খামারে কাজ করা শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য খাতে কর্মরত প্রবাসীদেরও ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।”
এদিকে, দেশটির সকল প্রদেশে নাগরিক ও প্রবাসীরা বিপুল উৎসাহ নিয়ে ভ্যাকসিন গ্রহণ করছে। দেশটির বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা বিপুল নাগরিকদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, “ওমানে সকল প্রদেশে করোনা ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশটির সকল সরকারী এবং বেসরকারি স্কুলের তিন লাখ ২০ হাজার শিক্ষক-শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের লক্ষে কাজ করছে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়। ১২ বছর বা তার বেশি বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাই দেশে নিরাপদ ও সহজলভ্য উপায়ে ভ্যাকসিন গ্রহণ করার জন্য সকল নাগরিক ও প্রবাসীদের নিবন্ধন করার উপর জোর দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post