করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ওমান সরকার গত দুই মাসে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এই পদক্ষেপের ধারাবাহিকতায় এবার ওমানে মাওসালাতের সহযোগিতায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস স্ক্রিনিং মোবাইল বাস চালু করলো। ভাইরাস সংক্রামণ রোধে দেশটির জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করবে এই মোবাইল বাস।
স্ক্রিনিং মোবাইল বাসগুলো মাস্কাটের তিনটি এলাকায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলাচল করবে। বুধবার মন্ত্রণালয়য়ের একটি প্রতিবেদনে জানিয়েছে, “ওমানের জাতীয় পরিবহণ সংস্থা মাওসালাতের সহযোগিতায় মাস্কাট সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই মোবাইল বাস চালু করে। এই বাস করোনা পরীক্ষাসহ ফ্রি স্ক্রিনিং পরিষেবা দিয়ে যাবে মাস্কাটের নাগরিকদের।” মোবাইল বাসটি আল হামরিয়া থেকে দারসেট পর্যন্ত যাতায়াত করবে। এই সময় ঘালা শিল্প অঞ্চল থেকে খিমজি গুদামে এবং আল মাবেলা থেকে ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় পর্যন্ত যাতায়াত করবে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
মাস্কাটে চিকিৎসা সেবা আরো উন্নত করতে এই ব্যবস্থা নিয়েছে মাস্কাট কর্তৃপক্ষ। এছাড়াও খুব দ্রুতই আরো দুইটি মোবাইল বাস চালু করবে বলে জানিয়েছেন মাস্কাট কর্তৃপক্ষ।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post