ওমানে আজ আক্রান্ত এবং মৃত্যু দুটোই নিন্মমুখী
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমছে করোনার সংক্রমণ। দেশটিতে পূর্বের তুলনায় সংক্রমণ বেশ নিম্নমুখী রয়েছে। সেইসাথে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যাও বাড়ছে সন্তোষজনকহারে।
বৃহস্পতিবার (১২-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত হয়েছে ২২৪ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৫৬৫ জন। যা আক্রান্তের তুলনায় দ্বিগুণেরও বেশি। আজ নতুন মারা গেছেন ৬ জন।
ওমানের দক্ষিণ আশ শারকিয়াহ্ গভর্নমেন্টের জালান বু আলী নামক স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ তামাক জাতীয় দ্রব্য সহ এক প্রবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১-আগস্ট) ওমান পুলিশের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে এরাবিয়ান ডেইলি।
জানাগেছে, তামাকের বিস্তার রোধে ওমানে অভিযান পরিচালনা করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে গতকাল একটি টিম অত্র অঞ্চলে অভিযানে গেলে এটা বুঝতে পেরে একজন শ্রমিক কিছু ছোট ছোট ব্যাগ আবর্জনার মধ্যে ফেলে দিলে তল্লাশিকারীদের সন্দেহ তৈরি হয়। এরপর তার পুরো দোকানটি তল্লাশি করলে বিপুল পরিমাণ চিবিয়ে খাওয়ার তামাক দ্রব্য পাওয়া যায় বলে জানাগেছে জুডিশিয়াল পুলিশ অফিসার সূত্রে।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
গত সপ্তাহের তুলনায় সুস্থতার সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একইসাথে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২৩ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ১২৪ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ২৮১ জন।
দেশটিতে বর্তমানে সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬ শতাংশে। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬৪২ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ২৪৪ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৯৭৪ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post