মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাম্প্রতিক সময়ে পূর্বের তুলনায় সংক্রমণ কিছুটা নিম্নমুখী থাকলেও আজ ফের ঊর্ধ্বমুখী রয়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সোমবার (২-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত ২৮৭ জন এবং মৃত ১৮ জন। যা গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ২২ জন এবং মৃত বেড়েছে ৪ জন।
দেশটিতে গত চারদিন যাবত মৃত ঊর্ধ্বমুখী রয়েছে। গত বৃহস্পতিবার (২৯-আগস্ট) করোনায় মারা যান ১০ জন, শুক্রবার (৩০-আগস্ট) মারা যান ১২ জন, শনিবার (৩১-আগস্ট) মারা যান ১৪ জন এবং সর্বশেষ গতকাল অর্থাৎ রবিবার মারা যান ১৮ জন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
তবে গত সপ্তাহের তুলনায় আক্রান্ত, হাঁসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩৮ জন, আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২১৫ জন। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৫০৫ জন।
বর্তমানে ওমানের সুস্থতার সূচক ৯৪.৩ শতাংশে রয়েছে। গতকালের তুলনায় আজ হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১ জন, আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১৭ জন এবং গোটা ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৪৫ জন।
এদিকে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
এক বিবৃতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক এবং ওমান সরকারের শীর্ষ কর্মকর্তা আহমেদ আল-মান্ধারি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরন তীব্র সংক্রমণপ্রবণ। ফলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর ঘটনা ঘটছে। এসব অঞ্চলে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post