কোভিড -১৯ মোকাবেলা দেশটির সুপ্রিম কমিটি বিভিন্ন নির্দেশ জারি করেছে ওমানে। এই নির্দেশ অমান্য করলে জরিমানা সহ কারাদন্ড হতে পারে ব্যক্তি বা প্রতিষ্ঠানের। সম্প্রতি দেশটির সুপ্রিম কমিটির নির্দেশ অমান্য করে ওমানের নিজওয়ায় দর্জির দোকান খোলা রাখায় প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
নিজওয়া সিটি কর্পোরেশন তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে, নিজওয়া কর্পোরেশন ও রয়েল ওমান পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এই সময় অবৈধভাবে দর্জির দোকান খোলা রাখায় এক প্রবাসী শ্রমিককে জরিমানা ও কারাদন্ড দিয়েছে ওমান পুলিশ। পুলিশ দর্জির দোকানে ব্যবহৃত সেলাই মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post