ওমানে বেশ কয়েকদিন টানা বর্ষণের পর গতকাল থেকে ফের ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী। অর্থাৎ বেড়েই চলছে দেশটির তাপমাত্রা। প্রচন্ড দাবদাহে পুড়ছে গোটা দেশ। সোমবার (২৬-জুলাই) ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ আল বুরাইমি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং সালালাহ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গতকাল (২৪-জুলাই) দেশটির আল বাতিনা ও মাস্কাট প্রদেশের উপকূলীয় এলাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। রবিবার দেশটির বুরাইমি এবং ইবরি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও হাইমা অঞ্চলে ৪২ ডিগ্রি, ইবরা ও রুস্তাক অঞ্চলে ৪১ ডিগ্রি, খাসাব ও নেজুয়া অঞ্চলে ৪০ ডিগ্রি, সোহারে ৩৮ ডিগ্রি, মাস্কাটে ৩৭ ডিগ্রি, তামরিদ ও দুকুমে ৩৪ ডিগ্রি, মাসিরাহ অঞ্চলে ৩১ ডিগ্রি, আল আসকারা অঞ্চলে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সালালাহ ও সাইক অঞ্চলে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুনঃ
ওমানের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত শূন্যের কোঠায়
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
ভিসা নিয়ে সুখবর দিলো ওমান শ্রম মন্ত্রণালয়
প্রচন্ড দাবদাহে যেসব স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় হিট স্ট্রোক তার অন্যতম। এটি একটি জরুরি মেডিক্যাল অবস্থা। এতে দ্রুত ও সঠিকভাবে চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে। প্রচন্ড গরমে অনেকেরই জ্বর অথবা ডিহাইড্রেশন হতে পারে। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন পান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষকরে যে সকল প্রবাসীরা আউট ডোরে কাজ করেন, তাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post