ওমানে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশটির সকল বাণিজ্যিক শপিং কমপ্লেক্স, দোকান, রেস্তোরা ও ক্যাফেতে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ গ্রাহক পরিষেবা কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রবিবার (২৫-জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমানের সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি)। নতুন এই সিদ্ধান্ত অমান্য করলে তাদের কঠোর শাস্তির আওতায় পড়তে হবে বলেও জানিয়েছে জিসি। নতুন এই আইন অনুযায়ী দেশটির কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভোর ৪টা থেকে বিকেল ৫টা নাগাদ ব্যবসা পরিচালনা করতে পারলেও ৫০ শতাংশের বেশি গ্রাহক দোকানে প্রবেশের অনুমতি পাবেনা।
এদিকে গ্রাহকদের পরিষেবার সময় পরিবর্তন করেছে ওমানের গৃহায়ণ ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়। রবিবার (২৫-জুলাই) থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত সকাল ৮ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত গ্রাহক পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, “করোনা সংক্রমণ প্রতিরোধে সুপ্রিম কমিটির সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকদের পরিষেবার সময় পরিবর্তন করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post