পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় সাড়ে তিনশো বন্দীকে মুক্তি দিলেন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। রবিবার (১৮-জুলাই) ওমান নিউজ এজেন্সির এক সংবাদে এই তথ্য জানানো হয়। রয়্যাল ওমান পুলিশ সূত্রে জানাগেছে, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ১৩৫ জন প্রবাসী এবং বাকি সবাই ওমানি নাগরিক। তবে প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশী নাগরিক তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য: প্রতি বছর দুই ঈদ এবং ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন দেশটির সুলতান। দেশটির পূর্বের সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। দেশটির বর্তমান সুলতান হাইথাম বিন তারেকও এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
আরো পড়ুনঃ
- ওমানের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত শূন্যের কোঠায়
- ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
- ভিসা নিয়ে সুখবর দিলো ওমান শ্রম মন্ত্রণালয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post