কয়েকদিনের টানা বর্ষণে ওমানের বেশকিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বর্তমান দেশটির চিত্র দেখে বোঝার উপায় নেই এটি মরুভূমির দেশ। যেকেউ দেখলেই বলবে এ যেন কোনো বন্যাকবলিত একটি দেশ। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রবিবার (১৮-জুলাই) দেশটির সোহার অঞ্চলে প্লাবিত হয়েছে। বর্তমানে দেশটির সূর অঞ্চলের পরেই সোহারের সিনাস অঞ্চলে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।
ইতিমধ্যেই দেশটির উদ্ধারকারী দল আজ সিনাসের আল গাওয়াবি এলাকা থেকে ৭৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের পাবলিক অথোরিটি ফর সিভিল ডিফেন্স এন্ড অ্যাম্বুলেন্স।
সেইসাথে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরওপি। ইতিমধ্যেই ওমানের সূর সহ ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে দেশটির সরকার। সেইসাথে নাগরিক এবং প্রবাসীদের নিরাপত্তায় জরুরী উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে।
আরো পড়ুনঃ
- ওমানের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত শূন্যের কোঠায়
- ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
- ভিসা নিয়ে সুখবর দিলো ওমান শ্রম মন্ত্রণালয়
এদিকে আজও ওমানের ধোফার অঞ্চল, আল হাজর পর্বতমালা ও মুসান্দাম প্রদেশে তীব্র ঝর সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওমান আবহাওয়া অফিস। সেইসাথে আরব সাগরের আশেপাশের অঞ্চলে বন্যার আশংকা রয়েছে এমন সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে গতকাল ওমানের জালান বানি বু আলি নামক স্থান থেকে বন্যার পানিতে নিখোঁজ হওয়া ৪ ব্যক্তির মধ্যথেকে একজনের মরদেহ আজ উদ্ধার করেছে অনুসন্ধানী দল। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আশ শারকিয়াহ পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post