সম্প্রতি ওমানের আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ওমানের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। মঙ্গলবার দেশটির আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে আল ওস্তার অঞ্চলের হালিমা এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে সাইকে। আজ অঞ্চলটিতে তামপাত্রা হলো ২১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
এছাড়াও আল বুরাইমি, ইবরি ও নিজওয়াতে ৪৪ ডিগ্রি এবং সোহার ও মাস্কাটে ৪২ ডিগ্রি তাপমাত্রা দেখতে পারে। গ্রীষ্ম মৌসুমকে সালালাহর তাপমাত্রা বাড়তে পারে ৩৩ ডিগ্রি পর্যন্ত। ওমানের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দেশটির বেশিরভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। তবে মরুভূমি ও উন্মুক্ত অঞ্চলে ধুলা বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post