দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো আজ (১১-জুলাই) সৌদি আরব গেলেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। তার এই সফরকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সুলতানের এই সফর নিয়ে এক বিবৃতি জারি করেছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সেক্রেটারি-জেনারেল ড. নায়েফ বিন ফালাহ আল মাজরাফ।
তিনি বলেন, ”দুই ভ্রাতৃত্ব-পূর্ণ দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের এবারের সফর অনেক ভূমিকা রাখবে। সুলতানের প্রজ্ঞা ও দূরদর্শিতা বহির্বিশ্বে নিজেদের এক অনন্য স্থানে নিয়ে গেছে ওমান। জিসিসি দেশগুলির মধ্যে সর্বদা সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।”
এদিকে, সৌদি ও ওমান মন্ত্রীপরিষদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের বেশ কয়েটি ইস্যু নিয়ে আলোচনা করেছে। আলোচনায় আসা নতুন খাতগুলোর মধ্যে রয়েছে: যুব ও ক্রীড়া, সাংস্কৃতিক, ওমানিকরণ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, মিডিয়া ও পরিবহন খাত সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। নিচে সুলতানের সৌদি সফরের কিছু চিত্র তুলে ধরা হইলোঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post