কঠোর বিধিনিষেধ আরোপ এবং গণহারে ভ্যাকসিন প্রদান শুরু পর অবশেষে কমতে শুরু করেছে ওমানে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে চলতি সপ্তাহে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি।
বৃহস্পতিবার (৮-জুলাই) দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৩ জন এবং মারা গেছেন ১৫ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ২২২ জন এবং মৃত কমেছে ২ জন। একইসাথে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
আগের তুলনায় কমতে শুরু করেছে হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও। এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গেল এক সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য মতে, গতকাল (৮-জুলাই) করোনায় মারা গেছেন ২০১ জন। যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের।
কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গতকাল নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, সে অনুযায়ী জুলাই মাসের সংক্রমণ গত জুন এবং এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
প্রতিষ্ঠানটি বলছে, রোগীর সংখ্যা দিনদিন এভাবে বাড়লে সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এমনকি অক্সিজেন সরবরাহেও চ্যালেঞ্জ তৈরি হবে। এ অবস্থায় সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post