কঠোর বিধিনিষেধ আরোপ এবং গণহারে ভ্যাকসিন প্রদান শুরুর পর অবশেষে কমতে শুরু করেছে ওমানে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে চলতি সপ্তাহে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি।
বুধবার (৭-জুলাই) দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৭ জন। যা গতকালের তুলনায় আক্রান্ত কমেছে ১৪৯ জন এবং মৃত কমেছে ৬ জন। একইসাথে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
আগের তুলনায় সুস্থ সূচক বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৬ শতাংশে। কমতে শুরু করেছে হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৫৬ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৯৩ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার ২৩৫ জনের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ১৫১ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫৬ জন। এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গেল এক সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৪২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, সে অনুযায়ী জুলাই মাসের সংক্রমণ গত জুন এবং এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি বলছে, রোগীর সংখ্যা দিনদিন এভাবে বাড়লে সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এমনকি অক্সিজেন সরবরাহেও চ্যালেঞ্জ তৈরি হবে।
বুধবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদফতরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, জানুয়ারি মাসের শুরু থেকে পুরো মাসজুড়ে দেশে ২১ হাজার ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এপ্রিল মাসে সেই সংখ্যা লাখ ছাড়িয়ে ছিল। জুন মাসে এক লাখ ১২ হাজার ৭১৮ জন এবং জুলাই মাসের এখন পর্যন্ত মাত্র ছয়দিনে ৫৩ হাজার ১৪৮ জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ঊর্ধ্বমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে পরিসংখ্যান বিবেচনায় নিশ্চিতভাবে বলা যায় জুলাইয়ে রোগীর সংখ্যা জুন-এপ্রিল মাসকেও ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post