গাজার যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিরীহ ফিলিস্তিনিরা দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ-পরবর্তী অস্থায়ী শাসনব্যবস্থা নিয়ে গোপন আলোচনা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্স একাধিক বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান সংঘাত শেষে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হলে সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা এবং সাময়িক শাসন পরিচালনার দায়িত্ব নিতে পারে ইউএই ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সম্ভাব্য সমাধানের জন্য আলোচনা চালানো হচ্ছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে। মধ্যপ্রাচ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর প্রভাব রয়েছে আবুধাবির।
তবে এই আলোচনার সুনির্দিষ্ট কোনো রূপরেখা বা আনুষ্ঠানিক পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি। কোন সরকারও এটি অনুমোদন করেনি বলে জানা গেছে।
গোপন আলোচনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা না থাকলে সংযুক্ত আরব আমিরাত এ আলোচনায় অংশ নেবে না।”
গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে এমন সংলাপ ফিলিস্তিনের ভবিষ্যৎ সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post