বিদেশগামী কর্মীদের করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য চলছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন কার্যক্রম। সারা দেশের ৪২টি জেলায় বিএমইটি’র কার্যালয়ে প্রবাসী কর্মীরা নিবন্ধন করছেন।
এছাড়া দেশের বিএমইটি’র যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে নয়টি এবং নারায়ণগঞ্জের ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজিতেও নিবন্ধন কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
এই নয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম এবং লালমনিরহাট।
এছাড়া ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমেও চলছে নিবন্ধন কার্যক্রম। তবে সার্ভার জটিলতা থাকায় অনেক প্রবাসী ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে পারছেন না বলে জানা গেছে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, কুয়েত ও সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকার জন্য বিএমইটি’র নিবন্ধন কার্যক্রম চলছে। চলতি সপ্তাহে এই দুই দেশে যাওয়ার জন্য অপেক্ষমান কর্মীদের নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরব ও কুয়েত সরকার এরইমধ্যে ঘোষণা দিয়েছে, যেসব প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা নেয়া আছে তাদের দেশটিতে প্রবেশের পর কোন ধরনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না। আর এতে করে প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টিনের জন্য আলাদা টাকা গুনতে হবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের বিএমইটি’র এই নিবন্ধন করার পর তা সফল হলে তারপর সরকারের ‘সুরক্ষা’ ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সুরক্ষায় নিবন্ধনের পর মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে।
মন্ত্রণালয় বলছে, ঢাকার সাতটি হাসপাতালে প্রবাসী কর্মীদের টিকা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো-
ঢাকা মেডিকেল কলেজ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল,
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল
ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
প্রবাসী কর্মীদের টিকা দেওয়ার সময় বৈধ ভিসা দেখে টিকা দেওয়া হবে। এছাড়া আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে সরাসরি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সম্ভব নয়। আবার বিএমইটি’র রেজিস্ট্রেশন ছাড়াও সুরক্ষা অ্যাপের মাধ্যমে সরাসরি টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না প্রবাসী কর্মীরা।
এ বিষয়ে আজ (৫-জুলাই) বিকেলে আইসিটি মন্ত্রণালয়ের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে নিবন্ধন পদ্ধতি ও কবে থেকে কার্যক্রম শুরু হবে তা জানানো হতে পারে।
রবিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া, নিবন্ধন কার্যক্রম চালু, টিকা দেয়ার কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সোমবার বিকাল ৫টায় আইসিটি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সংবাদ সম্মেলন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post