জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি’র ডাটাবেইজে নিবন্ধিত বিদেশগামী কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন বিষয়ে বিস্তারিত জানা যাবে আজ সোমবার। এ বিষয়ে আইসিটি মন্ত্রণালয়ের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে নিবন্ধন পদ্ধতি ও কবে থেকে কার্যক্রম শুরু হবে তা জানানো হতে পারে।
রবিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
এতে বলা হয়, পর্যায়ক্রমে অন্যান্য দেশে যাওয়া কর্মীদের প্রযোজ্য টিকা দেয়া হবে। টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া, নিবন্ধন কার্যক্রম চালু, টিকা দেয়ার কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আগামীকাল সোমবার বিকাল ৫টায় আইসিটি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সংবাদ সম্মেলন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি’র ডাটাবেইজ ও সুরক্ষা অ্যাপে নিবন্ধিত কর্মীদের মধ্য থেকে প্রাথমিকভাবে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজারের টিকা দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post