ওমানে মহামারী শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে ২৫ জনের মৃত্যু হচ্ছে করোনা সংক্রমণের কারণে। ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে জানিয়েছে, “বর্তমানে ওমানে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। যার ফলে দেশটির বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা-কেন্দ্রের সুবিধাসহ রোগী ভর্তির সংখ্যাও উল্লেখজনক হারে বেড়েছে। যা একটি দেশের জন্য বর্তমান অবস্থায় সবচেয়ে বিপদজনক।”
দেশটির করোনা পরিসংখ্যান বিশ্লেষক ইব্রাহিম বিন আহমেদ আল মাইমানি বলেন, “ওমানের মহামারী শুরু হওয়ার পর থেকে গত জুন মাসে দেশটিতে সর্বাধিক সংখ্যক নতুন করোনা রোগী সংক্রমিত হয়েছে। গত মাসে মোট সংক্রমণের পরিমাণ ছিলো ৫১ হাজার ৩২১ জন। দেশটিতে বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৯২ শতাংশ থেকে কমে ৮৭.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।”
কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://www.probashtime.net/quiz-sultan/
দেশটিতে করোনায় মৃত্যুহার সূচকের দিকে তাকালে দেখা যায় এখনো দেশটিতে মৃত্যুর হার কোনো অংশেই কমেনি। গত জুন মাসে দেশটিতে গড়ে ২৫ জন করোনায় মারা গিয়েছে। এক মাসে দেশটিতে করোনায় প্রাণ গিয়েছে ৭৫৫ জনের। যেখানে গত এপ্রিল মাসে এই সংখ্যা ছিলো মাত্র ৩৪৪ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post