আগামী ২০ জুলাই থেকে বিক্রয়কর্মী, হিসাবরক্ষক ও পণ্য ব্যবস্থাপনা কাজে প্রবাসীদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে,”উত্তর আল বাতিনা প্রদেশের শ্রম-অধিদফতর মন্ত্রণালয় দুটি কার্যনির্বাহী সিদ্ধান্ত নতুন এই ঘোষণা বাস্তবায়ন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে সকল বেসরকারি খাতে উপরোক্ত কাজে প্রবাসীরা কাজ করার অনুমতি পাবেন না।
এই কাজের মধ্যে রয়েছে:
* বীমা সংস্থা এবং বীমা কার্যক্রম পরিচালিত সংস্থার আর্থিক ও প্রশাসনিক পেশা।
* বিক্রয়কর্মী, হিসাবরক্ষক, মানি এক্সচেঞ্জ, প্রশাসন এবং মলে পরিচালিত দোকানের পণ্য ব্যবস্থাপনায়।
* গাড়ি এজেন্সির হিসাবরক্ষণ পেশা।
* গাড়ি এজেন্সি ও খুচরা যন্ত্রাংশ বিক্রয়ের বিক্রয়কর্মী।
* সকল ধরণের যানবাহন চালনা, জ্বালানী, কৃষি ও খাদ্য উপকরণ পরিবহন পেশা।
সুলতান কাবুস কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ http://probashtime.net/sultan-khabus/
উল্লেখ্য, উত্তর আল বাতিনায় শ্রম অধিদফতর উপরোক্ত পেশায় ওমানি নাগরিকদের চাকরি সন্ধানের জন্য আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post