আগামী রবিবার (৪-জুলাই) থেকে ওমানে ১৮ বছর বা তার বেশি বয়সীদের ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ (২৯-জুন) ওমান নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ভ্যাকসিন গ্রহণের জন্য ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। অনলাইন লিংকঃ http://covid19.moh.gov.om
সুলতান কাবুস কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ http://probashtime.net/sultan-khabus/
ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে জানাগেছে, দেশটিতে করোনা প্রতিরোধে গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয় জাতীয় টিকাদান অভিযান। এই টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত দেশে প্রায় ৮ লাখ ৫০ হাজারের বেশি নাগরিক করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে।
ওএনএ আরো জানিয়েছে, ‘‘বর্তমানে দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৭৪৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের সকল নাগরিকদের দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। ভ্যাকসিনের সরবরাহের উপর নির্ভর করে টিকাদান প্রক্রিয়াটি পর্যায়ক্রমে পরিচালিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post