করোনাভাইরাস মোকাবেলায় ওমানের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া সকল ধরেনে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ রয়েছে। তাই ওমান সরকারের নির্দেশনা কেউ যেনো অমান্য না করে সেজন্য ওমান পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
এই অভিযানের ধারাবাহিকতায় সোমবার দেশটির সোহার অঞ্চলে এক প্রবাসী ব্যবসায়ীর পেয়াজের গোডাউনে অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ। অস্বাস্থ্যকর পরিবেশে পেঁয়াজ মজুদ করায় ও বর্তমান করোনাভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তার বিরুদ্ধে জরিমানা করা হয়।
সোমবার সোহার সিটি করপোরেশন এক বিবৃতিতে জানায়, “পাবলিক প্রসিকিউশনের সাথে সমন্বয় করে ওমান পুলিশ সোহার এলাকায় প্রবাসীদের দ্বারা পরিচালিত লাইসেন্সবিহীন একটি পেঁয়াজের গোডাউনের সন্ধান পায়। এই গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশে পেঁয়াজ সংরক্ষণ, বিপণন করায় ওমান পুলিশ সব মাল জব্দ করে এবং জনস্বাস্থ্য সুরক্ষা আইন ২০০০/২ নং ধারা অনুযায়ী উক্ত গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post