ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস।
বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) এই ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিবৃতিতে টেড্রোস বলেন, ‘আমরা বিমানে ওঠার সময় এই হামলা করা কয়। আমাদের বিমানের একজন ক্রু মেম্বার এতে আহত হয়েছেন।
ইয়েমেনের হুতি সমর্থিত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরেও ইসরায়েল আক্রমণ করেছে। এসব ঘটনায় মোট তিন জন মারা গেছেন। আহত হয়েছেন ১২ জনের বেশি।
ভুক্তভোগীদের পরিচয় সম্বন্ধে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়েমেনের হুতিদের সামরিক বহর ধ্বংস করার উদ্দেশ্যেই এই বিমান হামলা পরিচালনা করা হয়েছে।
এই অভিযানে সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ হেজইয়াজ ও রাস কানাতিব অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার বৈধতা দিয়ে বলেন, ‘ইরানের শয়তানি বর্ম পুরোপুরি ভাঙার আগে আমরা ক্ষান্ত দেব না। হুতিদমনের মাধ্যমে এই অভিযানের শুরু হলো।’
এদিকে ইসরায়েলের হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যায়িত করে হুতিপ্রধান মোহাম্মেদ আলি আল-হুতি জানান, গাজায় চলমান সহিংসতা বন্ধ না হওয়া অবধি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে।
বৃহস্পতিবারের হামলায় বিমানবন্দরের অনেক ক্ষতি হয়েছে মন্তব্য করে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক ডা. আব্বাস রাজেহ জানান, আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাচুক্তি লঙ্ঘন করেছে জানিয়ে এই হামলায় নিন্দা জানিয়েছে ইরান।
২০২৩ সালে গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বিরুদ্ধাবস্থান নেওয়ায় এই সহিংসতার সূত্রপাত ঘটে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post