সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা নামক এলাকার ভারত অংশে সুপারি আনতে গিয়ে খাসিয়ার গুলিতে মারুফ আহমদ (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে সুপারি বাগান হতে সুপারি আনতে গিয়ে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয় আরও কিছু কিশোরের। একপর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কর্তৃক একনলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করা হলে মারুফ গুরুতর আহত হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোয়েন্দা সূত্রে ফায়ারের ঘটনা জানার সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি মিনাটিলা বিওপি কর্তৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post