করোনাভাইরাসের করণে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছে। অনেক দেশ নিজেদের অর্থনীতিকে গতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
তবে এই সংকটময় অবস্থায় সবচেয়ে খারাপ প্রভাব পরেছে মধ্যপ্রাচ্যের অশোধিত তেলের মূল্যের উপর। বিভিন্ন দেশ এরইমধ্যে অশোধিত তেলের দাম বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে ওমানে বর্তমান খারাপ অবস্থার মধ্যেও অশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।
দুবাই এনার্জি মার্কেট জানিয়েছে, আগামী জুলাই মাসে অশোধিত তেল বিক্রয়য়ের জন্য যে রিজার্ভ করা হয়েছে সেই তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে আবারো বৃদ্ধি পেলো। বর্তমানে অশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য পৌঁছে গেছে ৩১.১৬ ডলারে। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা
একটি বিবৃতিতে জানানো হয়েছে: “আগামী জুলাইয়ে দুবাই এনার্জি মার্কেটে ওমানের তেলের আনুষ্ঠানিক দাম আজ ৩১.১ ডলারে পৌঁছেছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post