মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। যত দিন যাচ্ছে দেশটিতে ততই ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। ভারতীয় ধরনে ব্যাপক তান্ডব চালাচ্ছে গোটা ওমানে। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনকহারে। হাসপাতালে ঠাই মিলছেনা রোগীদের। আইসিইউ বেডের ধারণ ক্ষমতার কয়েকগুন বেশি রোগী এখন দেশটিতে। মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।
কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://www.probashtime.net/quiz-sultan/
রবিবার (২৭-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত তিন দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫১৭ জন এবং মৃতের সংখ্যা ১১৯ জন। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। ইতিপূর্বে ৩ দিনে করোনায় এতো মৃত দেখেনি ওমান। ওমানে করোনা মহামারী শুরুর পর থেকে বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপদজনক বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৫৯ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯৯৮ জন। নতুন ১১৯ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৬৭ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক দাঁড়িয়েছে ৮৭.৮ শতাংশে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২১৪ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮৯ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৬৩৫ জন। এমতাবস্থায় ওমানের সকল নাগরিক এবং প্রবাসী যাদের বয়স ৪৫ বছরের বেশি, তাদেরকে দ্রুত ভ্যাকসিন গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রনালয়।
এদিকে বাংলাদেশে আজ একদিনেই ১১৯ জন্মের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি এখনো খারাপ অবস্থানে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post