আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান। ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে রওনা দেওয়া উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় কর্তৃপক্ষের খবর অনুযায়ী, অন্তত ৪০ জন যাত্রী নিহত হয়েছেন, এবং ২৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
BREAKING: Azerbaijan Airlines flight traveling from Baku to Grozny crashes in Aktau, Kazakhstan, after reportedly requesting an emergency landing pic.twitter.com/hB5toqEFe2
— RT (@RT_com) December 25, 2024
বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে, যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। উদ্ধারকারীরা দ্রুত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়।
আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার ১৯০ মডেলের উড়োজাহাজটি প্রাথমিকভাবে ঘন কুয়াশার কারণে গ্রোজনি শহরে অবতরণে বাধাপ্রাপ্ত হয় এবং কাজাখস্তানে জরুরি অবতরণ করার জন্য বাধ্য হয়। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই বিধ্বস্ত উড়োজাহাজের ঘটনায় শোকাহত আজারবাইজান, যেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ায় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন, দ্রুত দেশে ফিরেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post