জমজম কূপ মুসলিম উম্মাহর কাছে এক অনন্য পবিত্র নিদর্শন। এটি পবিত্র কাবা শরিফের ২০ মিটার পূর্বে, মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। প্রায় ৪০০০ বছর আগে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর সময় থেকে এই কূপের যাত্রা শুরু।
ভূপৃষ্ঠ থেকে ১০৬ ফুট গভীর এই কূপ থেকে প্রতি সেকেন্ডে ৮ লিটার পানি উত্তোলন করা সম্ভব। প্রতি ঘণ্টায় উত্তোলন করা যায় প্রায় ২৮ মিলিয়ন লিটার এবং প্রতিদিন প্রায় ৬৯১২ মিলিয়ন লিটার। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, কূপ থেকে যত পানি উত্তোলন করা হোক না কেন, মাত্র ১১ মিনিটে পানির স্তর আগের অবস্থায় ফিরে আসে।
জমজমের পানির আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এর সম্পূর্ণ বিশুদ্ধতা। কোনো দূষণ, ব্যাকটেরিয়া বা অপদ্রব্য এতে নেই। পানির স্বাদ অনন্য, এবং এতে সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো বিভিন্ন উপকারী খনিজ উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে, জমজমের পানিতে রং বা গন্ধ নেই এবং এটি পান করার জন্য নিরাপদ।
বিজ্ঞানীরাও এই কূপের পানির গুণাগুণ ও অলৌকিক বৈশিষ্ট্য দেখে বিস্মিত। এটি শুধুমাত্র একটি প্রাচীন কূপ নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন, যা কোটি কোটি মুসলিমের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post