বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্ত্রীসহ কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
মইনুল ইসলাম ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহ ও পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। সেই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নির্মমভাবে নিহত হন।
মইনুল ইসলামের বিমানবন্দরে আটকের কারণ ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post