হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি বোমা নিষ্ক্রিয়করণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ার উদ্দেশ্য ছিল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে বিমান বা এয়ারক্রাফটে সম্ভাব্য বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কার্যকরভাবে পরীক্ষা করা।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) নির্দেশনা অনুযায়ী, প্রতি দুই বছর পর পর এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিমানবন্দরগুলোর ঝুঁকি মোকাবিলার সক্ষমতা এবং প্রস্তুতি যাচাই করা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই মহড়ার আয়োজন করে, যেখানে বিভিন্ন সংস্থা একসঙ্গে অংশগ্রহণ করে। মহড়ায় অংশ নেয় বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, এপিবিএন, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, র্যাব, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার এবং আরও অনেক সংস্থা।
মহড়ার সময় বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষে একটি বার্তা আসে যে একটি এয়ারক্রাফটে বোমা সদৃশ বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থা দ্রুত কাজ শুরু করে। বোম ডিসপোজাল ইউনিট বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মহড়ায় অংশগ্রহণকারী সকল সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি উন্নত হয়েছে। আজকের মহড়ায় সবার দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।”
এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সংস্থাগুলোর সম্মিলিত প্রস্তুতি ও কার্যক্ষমতা নিশ্চিত হয়েছে। ভবিষ্যতে যেকোনো জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post