সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে জানা গেছে।
গত ২২ ডিসেম্বর রাতে আটক হওয়ার পর, ২৩ ডিসেম্বর ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা সম্ভবত চোরাকারবারির সাথে জড়িত ছিল। তবে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বা পুলিশ পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অফিসিয়াল নিশ্চিতকরণ করা হয়নি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ জানিয়েছেন, আটককৃতদের মধ্যে একজন গোয়াইনঘাট উপজেলার এবং বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
এই ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post