করোনা ভ্যাকসিন গ্রহণের পর কোনো ব্যক্তিকে কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যদি কেউ করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে বা করোনায় সংক্রমিত হয় তাহলে তার উপর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি করোনা ভ্যাকসিন গ্রহণ করে, তাহলে তাকে কোয়ারেন্টাইন মেনে চলার প্রয়োজন নেই। তবে সকল নাগরিককে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://www.probashtime.net/quiz-sultan/
এদিকে ওমানে বিশেষ প্রয়োজনে নাগরিকরা ঘরে বসেই করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণ করতে পারবেন। শীঘ্রই নতুন এই পরিষেবাটি চালু করা হবে বলে জানিয়েছে মাস্কাট প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. থমরা বিনতে সাঈদ আল গাফরিয়াহ।
তিনি বলেন, ‘‘এই বছরের মধ্যেই সকল নাগরিকদের করোনা ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর। এই পরিকল্পনার অংশ হিসেবে বিশেষ প্রয়োজনে নাগরিকদের জন্য ভ্যাকসিন সেবা ঘরে পৌঁছে দেওয়া হবে। আশা করা যাচ্ছে ঘরে বসে নাগরিকরা ভ্যাকসিন পরিষেবা পেলে এই টিকা কার্যক্রম আরো তরান্বিত হবে।”
এদিকে আগামীকাল (২৭-জুন) থেকে ফের মাস্কাটে ড্রাইভ থ্রুর মাধ্যমে টিকা পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে মাস্কাট স্বাস্থ্য অধিদপ্তর। ড্রাইভ থ্রু সিস্টেমে ভ্যাকসিন গ্রহণে আগ্রহীদের রবিবার থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৭টার মধ্যে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদর দফতরের সামনে যেতে বলা হয়েছে। ৪০ বছর বা তার বেশি বয়সী যে কোনো ব্যক্তি তার আইডি কার্ড নিয়ে উক্ত স্থান থেকে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন মাস্কাট গভর্নরের জেনারেল হেলথ সার্ভিসের পরিচালক।
এদিকে ওমানের বর্তমান করোনা পরিস্থিতিতে দেখা গেছে, গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা ২২২ জন এবং নতুন আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১৯ জন। যা দেশটির ইতিহাসে এক সপ্তাহে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
ইতিপূর্বে ওমানে এক মাসেও এতো সংখ্যক মানুষ করোনায় মারা যাননি। ইতিমধ্যেই দেশটির সোহার হাঁসপাতালে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। একের পর এক মরদেহ বের হচ্ছে হাঁসপাতাল থেকে।
মরদেহ নিতে এ্যাম্বুলেন্স সারি অপেক্ষা করছে হাসপাতালের বাহিরে। অক্সিজেন সিলিন্ডার দিয়ে হসপাতালের প্রতিটি ফ্লোরে স্তূপ করে রাখা হয়েছে। রোগীদের চাপ সামলাতে হিমসিম খাচ্ছে গোটা ওমানের স্বাস্থ্যকর্মীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post